Friday, December 25, 2015

মাইক্রোসফ্ট এক্সেল শর্টকাট কি

আজকে আপনাদের দিব অনকে গুলো মাইক্রোসফ্ট এক্সেল শর্টকাট কি যা আপনাদের মাউস ছাড়া বা তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে।

F1: Opens a help task pane
F1 + Ctrl: Opens or closes the help window
F2: To edit the text in the active cell
F2 + Shift: To write a comment in the active cell
F2 + Alt: Opens the save as dialog box
F3 + Shift: opens the insert dialog box
F3 + Ctrl: Opens the define name dialog box
F3 + Shift + Ctrl: Opens the create name dialog box
F4: To redo the last command

Sunday, December 20, 2015

How to get deleted data from facebook?

    How to recover Facebook deleted data

Facebbok থেকে কোন তথ্য Delete হলে , তা ফিরে পাবার উপায়ঃ

If You Need English Video Tutorial on "How To Get Deleted Data From Facebook." , So Click here

আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি , মেসেজ বা অন্যকিছু ডিলিট করে ফেলি। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারা জীবনের জন্যই হারিয়ে ফেলি।  কিন্তু না ! আমরা সারা জীবনের জন্যই হারিয়ে  ফেলি না । আমরা চাইলে Delete করা Data  ফিরে পেতে পারি । 

ফিরে পেতে যা যা করতে হবে আমাদের......

how to get deleted FB data

Friday, December 18, 2015

How to Disable Auto Video Play In Facebook!

ফেসবুকের '''অটো ভিডিও প্লে'' কিভাবে বন্ধ করবেন জেনে নিনঃ-

How to disable auto video play in facebook

বর্তমানে ফেসবুকের সবচেয়ে বিরিক্তিকর হলো, ফেসবুক ভিডিও অটো প্লে হওয়া। আপনি যতবারই কোন পেজ বা ভিডিওর কাছে যাবেন বা মাউস রাখবেন সাথে সাথেই ভিডিও প্লে হতে শুরু করবে। এভাবে একের পর এক ফেসবুক ভিডিও অটো প্লে হয়ে হয়ে যায়।

Monday, December 14, 2015

What is Function Key ? What for Use function key?

F1 থেকে F12 এর ব্যবহার:


কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে অন্যতম কি-বোর্ড। কি-বোর্ডে থাকা নানা ধরনের বোতামের রয়েছে ভিন্ন ভিন্ন কাজ। একেবারে ওপরের সারিতে যে বোতামগুলো আছে, সেগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে F1 দিয়ে। শেষ হয়েছে F12 দিয়ে। এগুলো ফাংশন কি। প্রায় প্রতিটি সফটওয়্যারে এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে। তাই জানানো হচ্ছে এখানে।
Computer Key name

Internet Configuration Setting without SMS/মোবাইলে এসএমএস ছাড়া ইন্টারনেট কনফিগারেশন করুন

মোবাইলে এসএমএস ছাড়া ইন্টারনেট কনফিগারেশন করুন:

আজকে Activation sms ছাড়া বিভিন্ন Operatore এ ইন্টারনেট চালু কারতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব আথার্থ নিজের হাতে বানান Accesspoint । কাজের কথায় আসি, আপনার মোবাইলের Setting থেকে More networks > Mobile networks এ যান। তারপর  Accesspoint  যান। সেখান থেকে Option ক্লিক করেন। Brand অনুসারে options ভিন্ন হতে পারে ।


How to do internet setting



আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী/ How to know receiver read your mail

আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী! 

মেইল পাঠানোর পর উত্তরের অপেক্ষা। উত্তর না পেলে দুশ্চিন্তা তো বাড়বেই। কিন্তু প্রাপক মেইল ঠিকমতো পেয়েছেন তো? নাকি পেয়েও না পাওয়ার ভান করছেন?

Gmail search



পাঠানোর পর প্রাপক সেটি পেয়েছেন কিনা কিংবা আপনার মেইলটির কী গতি হয়েছে তা জানার সহজ উপায় রয়েছে। এমন একটি পদ্ধতি হচ্ছে ‘মেইলট্র্যাক’।

Sunday, December 13, 2015

Computer কেন এবং কিভাবে Hang হয়? Why computer Hang

 কেন এবং কিভাবে Hang হয় Compute:



→ কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।
→ কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।
Pc Hang

কম্পিউটার যখন–তখন বন্ধ হলে

কম্পিউটার যখন–তখন বন্ধ হলে তা কিভাবে সমাধান করবঃ



চালু কম্পিউটার কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে আবার চালু (রিস্টার্ট) হয়, এমন সমস্যায় মাঝেমধ্যেই পড়তে হয়। এমনটা হলে বিচলিত হয়ে পড়েন ব্যবহারকারী। হতে পারে এটা সফটওয়্যারের কোনো সমস্যা কিংবা যন্ত্রাংশের সমস্যা।

What is OTG - and How to use OTG

Rm Morshed>>

Watch TV in Android Phone,Use keyboard, hard-drive, Mouse By OTG cable in Smart Phone:- 



  
OTG Cable
How to Use OTG

 বর্তমানে অনেক এন্ড্রয়েড ডিভাইসে OTG সাপোর্ট করে, তবে অনেক ব্যবহারকারী জানেন না আসলে কি কাজ হবে এই OTG দিয়ে! আজ আমরা জানবো এন্ড্রয়েড ফোনে OTG এর কাজ কি!


Monday, November 30, 2015

How to know your Gmail account is hacked

Rm Morshed》

How to know your Gmail account is hacked!

আপনার ডেস্কটপ পিসি থেকে জিমেইল আইডিটিতে লগ ইন করুন। স্ক্রলিং করে সবার নিচে যান এবং Details লিখা শব্দটিতে ক্লিক করুন।

Friday, November 27, 2015

এন্ড্রয়েড ফোন কে root করবেন যেভাবে - How to do ROOT your Android Phone

Rm Morshed >>

How to do ROOT Your Android Phone:

আপনার ফোন কি ভাবে ROOT করবেন, সেটা নিয়ে একবার টেকটিউনসে একবার সার্চ দিন । আশা করি এত রেজাল্ট পাবেন, সেখান থেকে ভাল ভাবেই আপনার ফোনটি ROOT করতে পারবেন, কিন্তু এর পরও আমার খুঁজে পাওয়া ROOT করার সিস্টেমটা Share করছি-

Wednesday, November 18, 2015

মোবাইল ফোন পানিতে ভিজে গেলে করণীয়-Need to after the mobile phone drop water

We need to do after the mobile phone drop water:


Mobile phone dropped in to water
বর্ষাকাল তো বটেই, অন্য সময়েও কিন্তু বিভিন্নভাবে সাধের মোবাইল ফোনটি পানিতে ভিজে যেতে পারে। দামি স্মার্টফোন পানিরোধি হলেও অধিকাংশ স্মার্টফোন কিংবা ফিচার ফোনেই এই সুবিধা নেই।

Sunday, November 15, 2015

যে ভাবে আপনার pc কিংবা ল্যাপটপে অ্যান্ড্রয়েড ওএস সেটআপ করবেন-How to use Android OS in Pc

How to use Android OS in PC:

স্মার্টফোনের জগতে পুরোপুরি বিপ্লব করে দিয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। নিত্যনতুন ইউনিক আইডিয়া আর সহজলভ্যতা অ্যান্ড্রয়েডকে দিয়েছে স্মার্টফোনের রাজত্ব। এই ইউনিক এবং চমৎকার অপারেটিং সিস্টেমটি অনেকেই পিসি কিংবা ল্যাপটপে ব্যবহার করতে চায়। কিন্তু মজার বিষয়টি হলো গুগল এখন পর্যন্ত পিসি কিংবা ল্যাপটপে অ্যান্ড্রয়েড ব্যবহারের কোন সংস্করণ এখনো আনেনি ।
তো এমন অবস্থায় কি করবেন? 

Thursday, November 12, 2015

HTML কি? HTML কেন শিখবো ?- What is HTML_ Why we learn HTML?

What is HTML ? Why we learn HTML?

প্রযুক্তিপ্রেমী বন্ধুরা সকলেই কেমন আছেন ? আশা করি আল্লাহ্‌ তায়ালার অশেষ মেহেরবানীতে ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি ।
আজ আমি HTML 5 (এইচটিএমএল ৫)- এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। যারা HTML (এইচটিএমএল)- সম্পর্কে অথবা HTML 5 (এইচটিএমএল ৫)- সম্পর্কে জানেন না বা কিছু জানেন; আশা করি তারা এ সম্পর্কে মোটামোটি ধারণা নিতে পারবেন অর্থাৎ তাদের জন্য টিউনটি কিছুটা হলেও উপকারে আসতে পারে, তাই সবটুকু পড়ার আমন্ত্রণ রইল।

HTML (এইচটিএমএল) কি ?

নতুনদের মনে প্রশ্ন জাগতে পারে যে, HTML (এইচটিএমএল) আবার কি ? যা অনেকের মুখে শুনা যায় !

Thursday, November 5, 2015

Computer কে কন্ট্রোল করুন Android ফোন দিয়ে/How to control Computer by Android phone

RM Morshed 》

How to control Computer by Android phone:

প্রথমে নিছের দেওয়া Download Link থেকে Software টি Download করুন। 
Download করতে এখানে click করুন।
Download করার পর Software টি আন-জিপ করুন ।
আন-জিপ করার পর আপনি ২ টা ফাইল বা Software পাবেন।
তার মধ্য থেকে একটি হলো আপনার Android মোবাইলের জন্য।
আরেকটি হলো আপনার Computer এর জন্য।

Wednesday, November 4, 2015

CPU parts

CPU and Desktop Computer parts

কম্পিউটার keyboard এর শর্টকার্ট - Computer shortcut key

RM Morshed 》

Computer shortcut key: 

**********
win+print Screen: screenshot 
Screenshot in Pc
screenshot for Pc


© F1: সাহায্য (Help);
© CTRL+ESC: Start menu চালু;
© ALT+TAB: চালু করা
প্রোগ্রামগুলো থেকে বাছাই;
© ALT+F4: প্রোগ্রম বন্ধ করা;
© SHIFT+DELETE: সরাসরি ফাইল
ডিলিট করা;
© Windows Logo+L: কম্পিউটার
লক করা;
© CTRL+C: কপি;
© CTRL+X: কাট;
© CTRL+V: পেস্ট;
© CTRL+Z: আনডু;
© CTRL+B: অক্ষর বোল্ড করা;
© CTRL+U: অক্ষর আন্ডারলাইন
করা;

Monday, October 19, 2015

Create Apple ID without Credit Card

RM Morshed//

Create Apple ID without Credit Card:

এন্ড্রয়েড অপারেটিং সমর্থিত ডিভাইস সমূহে Google Play Store একসেস করার জন্য যেমন Gmail ID প্রয়োজন হয়, ঠিক তেমনি অ্যাপেল ডিভাইস সমূহের ক্ষেত্রে এ্যপেলের iTunes / App Store একসেসের জন্য এই Apple ID প্রয়োজন।তবে এই Apple ID তৈরি করতে হলে ক্রেডিট কার্ডের [Visa, American Express] কিছু Info দেয়া লাগে।অর্থাৎ আপনি iTunes / App Store থেকে কোন গান/সফটওয়্যার/গেমস ইত্যাদি কিনলে সাথে সাথে সেটি আপনার ক্রেডিট কার্ড থেকে স্বয়ংক্রিয় ভাবে টাকা কেটে নিবে।কিন্তু অনেকেই আছেন যাদের এসকল ক্রেডিট কার্ড নেই।তাই এই বিকল্প ব্যবস্থা।আর এই বিকল্প ব্যবস্থা স্বরূপ আপনি কোন প্রকার ক্রেডিট কার্ডের Info ছাড়াই আপনার আইফোন/আইপ্যাডের জন্য এবার তৈরি করে ফেলুন Apple ID।
যা যা লাগবেঃ

অ্যান্ড্রয়েড ডিভাইসের ফ্রি অ্যাপলিকেশন এর বিরক্তিকর সব বিজ্ঞাপন বন্ধ করে দিন

Rm Morshed 》

অ্যান্ড্রয়েড ডিভাইসের ফ্রি অ্যাপলিকেশন বন্ধ :

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিরক্তিকর অ্যাপ সরিয়ে দিতে হলে আপনার ডিভাইসটি অবশ্যই রুট করা হতে হবে। ফলে যাদের ডিভাইস রুট করা না তারা এই অ্যাপ ব্যবহার করতে বা ডাউনলোড করতে পারবেন না। এবার যাদের ডিভাইস রুট করা আছে তারা অ্যাডএওয়ে নামের এই অ্যাপটি ফ্রি ডাউনলোড করে নিন এখান থেকে। এছাড়াও সবার শেষে আমরা অ্যাডএওয়ে এর আরো কিছু ভার্সন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। অ্যাডএওয়ে ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড করা ফাইলটিএস ফাইল ম্যানেজার দিয়ে খুলুন এবং ইন্সটল করে নিন।

Sunday, October 18, 2015

Desktop mother board marking

Computer mother board
Desktop mother board marking 

যেকোনো লিখাকে অডিও ফাইলে রূপান্তর করুন ও সেভ করুন পিসি/ল্যাপটপ দিয়ে

RM Morshed>>

 যেভাবে করতে হবে:

এই কাজটি করতে প্রথমেই আপনার কাছে থাকতে হবে Balabolka নামক সফটওয়্যারটি। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড লিঙ্ক – link 

Saturday, October 17, 2015

ওয়াই-ফাই হটস্পট বানাবেন কীভাবে আপনার ল্যাপটপকে- How to make wifi hotspot in Computer



RM Morshed>>

How to make wifi hotspot:

আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যে তারযুক্ত ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও অন্য ডিভাইসে ওয়াই ফাই এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছেন অথচ পারছেন না? এর সহজ সমাধান হল আপনার ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলা। এটা অনেকটা ল্যাপটপকে একটা ওয়াই-ফাই ''রাউটার'' বানিয়ে ফেলার মত!



make wifi hotspot on your computer



এই কাজের শুরুতে একটা 'হটস্পট অ্যাপ' ইন্সটল করতে হবে। 

Thursday, October 15, 2015

কি ভাবে বুঝবেন হার্ডডিস্ক ড্রাইভ ঠিক আছে কিনা


RM Morshed >>

কি ভাবে বুঝবেন হার্ডডিস্ক ড্রাইভ ঠিক আছে কিনা :

প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম – এই আপ্তবাক্যটা মনে রাখা দরকার যদি নিজের হার্ডডিস্কে সংরক্ষিত তথ্য নিরাপদে রাখতে চান। হার্ডড্রাইভ ক্র্যাশের ব্যাপারে প্রস্তুত থাকতে সাহায্য করবে এই টিউটোরিয়ালটি, এখানে আমরা দেখাব নিজের হার্ডডিস্কের বর্তমান অবস্থা বুঝতে আপনি কি পদ্ধতি ব্যবহার করতে পারেন।
harddisk drive

হার্ডডিস্কের বর্তমান অবস্থা জানতে আমরা ব্যবহার করবো S.M.A.R.T. (Self Monitoring Analysis and Reporting Technology) টেকনোলজি, যা একনাগাড়ে আপনার হার্ডড্রাইভের অবস্থা যেমন read rate, temperature, reallocated sectors এর সংখ্যা, bad sectors ইত্যাদি নিয়ে তথ্য সংগ্রহ করে। নির্দিষ্ট সময় পরপর হার্ড ড্রাইভের S.M.A.R.T. ডাটা স্ট্যাটাস অবশ্যই যাচাই করে দেখা উচিত।

Laptop হারিয়ে গেলে কি করবেন -What will you do after lost your Laptop


RM MORSHED>>

What will you do after lost your Laptop:

ল্যাপটপের লোকেশন ট্র্যাক প্রোগ্রাম চালু রাখা
কে আপনার ল্যাপটপ চুরি করেছে তা জানার সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে, আপনার ল্যাপটপে ‘লোকেশন ট্র্যাক’ এর প্রোগ্রামটি ব্যবহার করুন। এর ফলে চোর ল্যাপটপটি কোনো ওয়াই-ফাই জোনে চালু করার চেষ্টা করলে মুহূর্তেই খবরটি পেয়ে যাবেন আপনি। কেননা লোকেশন ট্র্যাক জায়গাটি নির্দিষ্ট করার পাশাপাশি ল্যাপটপের ওয়েবক্যামের মাধ্যমে চোরের ফটোও আপনার ই-মেইলে পৌঁছে দেবে।