Monday, October 19, 2015

Create Apple ID without Credit Card

RM Morshed//

Create Apple ID without Credit Card:

এন্ড্রয়েড অপারেটিং সমর্থিত ডিভাইস সমূহে Google Play Store একসেস করার জন্য যেমন Gmail ID প্রয়োজন হয়, ঠিক তেমনি অ্যাপেল ডিভাইস সমূহের ক্ষেত্রে এ্যপেলের iTunes / App Store একসেসের জন্য এই Apple ID প্রয়োজন।তবে এই Apple ID তৈরি করতে হলে ক্রেডিট কার্ডের [Visa, American Express] কিছু Info দেয়া লাগে।অর্থাৎ আপনি iTunes / App Store থেকে কোন গান/সফটওয়্যার/গেমস ইত্যাদি কিনলে সাথে সাথে সেটি আপনার ক্রেডিট কার্ড থেকে স্বয়ংক্রিয় ভাবে টাকা কেটে নিবে।কিন্তু অনেকেই আছেন যাদের এসকল ক্রেডিট কার্ড নেই।তাই এই বিকল্প ব্যবস্থা।আর এই বিকল্প ব্যবস্থা স্বরূপ আপনি কোন প্রকার ক্রেডিট কার্ডের Info ছাড়াই আপনার আইফোন/আইপ্যাডের জন্য এবার তৈরি করে ফেলুন Apple ID।
যা যা লাগবেঃ

অ্যান্ড্রয়েড ডিভাইসের ফ্রি অ্যাপলিকেশন এর বিরক্তিকর সব বিজ্ঞাপন বন্ধ করে দিন

Rm Morshed 》

অ্যান্ড্রয়েড ডিভাইসের ফ্রি অ্যাপলিকেশন বন্ধ :

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিরক্তিকর অ্যাপ সরিয়ে দিতে হলে আপনার ডিভাইসটি অবশ্যই রুট করা হতে হবে। ফলে যাদের ডিভাইস রুট করা না তারা এই অ্যাপ ব্যবহার করতে বা ডাউনলোড করতে পারবেন না। এবার যাদের ডিভাইস রুট করা আছে তারা অ্যাডএওয়ে নামের এই অ্যাপটি ফ্রি ডাউনলোড করে নিন এখান থেকে। এছাড়াও সবার শেষে আমরা অ্যাডএওয়ে এর আরো কিছু ভার্সন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। অ্যাডএওয়ে ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড করা ফাইলটিএস ফাইল ম্যানেজার দিয়ে খুলুন এবং ইন্সটল করে নিন।

Sunday, October 18, 2015

Desktop mother board marking

Computer mother board
Desktop mother board marking 

যেকোনো লিখাকে অডিও ফাইলে রূপান্তর করুন ও সেভ করুন পিসি/ল্যাপটপ দিয়ে

RM Morshed>>

 যেভাবে করতে হবে:

এই কাজটি করতে প্রথমেই আপনার কাছে থাকতে হবে Balabolka নামক সফটওয়্যারটি। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড লিঙ্ক – link 

Saturday, October 17, 2015

ওয়াই-ফাই হটস্পট বানাবেন কীভাবে আপনার ল্যাপটপকে- How to make wifi hotspot in Computer



RM Morshed>>

How to make wifi hotspot:

আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যে তারযুক্ত ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও অন্য ডিভাইসে ওয়াই ফাই এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছেন অথচ পারছেন না? এর সহজ সমাধান হল আপনার ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলা। এটা অনেকটা ল্যাপটপকে একটা ওয়াই-ফাই ''রাউটার'' বানিয়ে ফেলার মত!



make wifi hotspot on your computer



এই কাজের শুরুতে একটা 'হটস্পট অ্যাপ' ইন্সটল করতে হবে। 

Thursday, October 15, 2015

কি ভাবে বুঝবেন হার্ডডিস্ক ড্রাইভ ঠিক আছে কিনা


RM Morshed >>

কি ভাবে বুঝবেন হার্ডডিস্ক ড্রাইভ ঠিক আছে কিনা :

প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম – এই আপ্তবাক্যটা মনে রাখা দরকার যদি নিজের হার্ডডিস্কে সংরক্ষিত তথ্য নিরাপদে রাখতে চান। হার্ডড্রাইভ ক্র্যাশের ব্যাপারে প্রস্তুত থাকতে সাহায্য করবে এই টিউটোরিয়ালটি, এখানে আমরা দেখাব নিজের হার্ডডিস্কের বর্তমান অবস্থা বুঝতে আপনি কি পদ্ধতি ব্যবহার করতে পারেন।
harddisk drive

হার্ডডিস্কের বর্তমান অবস্থা জানতে আমরা ব্যবহার করবো S.M.A.R.T. (Self Monitoring Analysis and Reporting Technology) টেকনোলজি, যা একনাগাড়ে আপনার হার্ডড্রাইভের অবস্থা যেমন read rate, temperature, reallocated sectors এর সংখ্যা, bad sectors ইত্যাদি নিয়ে তথ্য সংগ্রহ করে। নির্দিষ্ট সময় পরপর হার্ড ড্রাইভের S.M.A.R.T. ডাটা স্ট্যাটাস অবশ্যই যাচাই করে দেখা উচিত।

Laptop হারিয়ে গেলে কি করবেন -What will you do after lost your Laptop


RM MORSHED>>

What will you do after lost your Laptop:

ল্যাপটপের লোকেশন ট্র্যাক প্রোগ্রাম চালু রাখা
কে আপনার ল্যাপটপ চুরি করেছে তা জানার সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে, আপনার ল্যাপটপে ‘লোকেশন ট্র্যাক’ এর প্রোগ্রামটি ব্যবহার করুন। এর ফলে চোর ল্যাপটপটি কোনো ওয়াই-ফাই জোনে চালু করার চেষ্টা করলে মুহূর্তেই খবরটি পেয়ে যাবেন আপনি। কেননা লোকেশন ট্র্যাক জায়গাটি নির্দিষ্ট করার পাশাপাশি ল্যাপটপের ওয়েবক্যামের মাধ্যমে চোরের ফটোও আপনার ই-মেইলে পৌঁছে দেবে।