Saturday, October 17, 2015

ওয়াই-ফাই হটস্পট বানাবেন কীভাবে আপনার ল্যাপটপকে- How to make wifi hotspot in Computer



RM Morshed>>

How to make wifi hotspot:

আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যে তারযুক্ত ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও অন্য ডিভাইসে ওয়াই ফাই এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছেন অথচ পারছেন না? এর সহজ সমাধান হল আপনার ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলা। এটা অনেকটা ল্যাপটপকে একটা ওয়াই-ফাই ''রাউটার'' বানিয়ে ফেলার মত!



make wifi hotspot on your computer



এই কাজের শুরুতে একটা 'হটস্পট অ্যাপ' ইন্সটল করতে হবে। 



উইন্ডোজে ব্যবহার করার মত অনেক অ্যাপ পাওয়া অনলাইনে। কানেক্টিফাই, এম হটস্পট, ম্যারিফি এবং ভার্চুয়াল রাউটার এদের মাঝে অন্যতম। ল্যাপটপে ওয়াই ফাই হটস্পট চালু কীভাবে করে তা দেখাতে আমরা কানেক্টিফাই 'র প্রোসিডিউর ব্যবহার করেছি। দেখা যাক এটা কীভাবে কাজ করে।

স্টেপ ১

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কানেক্টিফাই ডাউনলোড করতে হবে। এর দুটি ভার্শন আছে। একটি হল ফ্রি ভার্শন যাতে কিছু সীমাবদ্ধতা আছে। আরেকটি হল পেইড ভার্শন যার মুল্য ৩৫ ডলার থেকে ৯০ ডলার। এই ভার্শনে আপনি এসএসআইডি (SSID, হটস্পটের নাম) পরিবর্তন করতে পারবেন, ফায়ারওয়াল কন্ট্রোলসে অ্যাক্সেস করতে দিবে ও ল্যাপটপকে ওয়াই ফাই রিপিটার হিসেবে ব্যবহার করতে দিবে এটি।
ওয়াই-ফাই ''রিপিটার'' ওয়াই-ফাই রাউটার থেকে সংকেত নেয় ও একে শক্তিশালী করে তোলে যেন অন্যান্য রুমেও কানেকশন পায়, ফলে পরপর বেশ কয়েক রুমে ভাল সিগনাল পাওয়া যায়। তবে বেশিরভাগ কাজের জন্য ফ্রি ভার্শনটিই যথেষ্ট!

স্টেপ ২

কানেক্টিফাই ইন্সটল করে ল্যাপটপ রিস্টার্ট করুন। রিস্টার্ট হয়ে গেলে ডেস্কটপে একটি শর্টকাট আসবে, তাতে ডাবল ক্লিক করলেই কানেক্টিফাই চালু হবে। ফায়ারওয়াল আনব্লক করার জন্য পপ-আপ আসবে, সেটা 'অ্যালাউ' করলেই কানেক্টিফাই চালু হয়ে যাবে।

স্টেপ ৩

একবার কানেক্টিফাই কার্যকর হয়ে গেলেকনফিগারেশন সেটিংসে যেতে হবে। ''ইন্টারনেট ফর শেয়ার'' মেনুতে গিয়ে ঐ ইন্টারনেট নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যেটা থেকে হটস্পট তৈরি করতে চান। যেহেতু আমরা ফ্রি ভার্শন ব্যবহার করছি, আমাদের শুধু পাসওয়ার্ড পরিবর্তন করলেই হবে। এরপর ''স্টার্ট হটস্পট'' দিলেই কাজ হয়ে যাবে। ফ্রি ভার্শনে একসাstart hotspot computer থে ৫ টি ডিভাইস চালাতে দিবে।

স্টেপ ৪

এবার আপনার স্মার্টফোন, ট্যাবলেট বা যেকোন ওয়াই ফাই এনাবলড ডিভাইসের ওয়াই-ফাই অন করুন, কানেক্টিফাই এ ক্লিক করুন, ঐ পাসওয়ার্ড দিন। তাহলেই হয়ে গেল।
আপনি ওয়াই-ফাই হটস্পট তৈরি করার জন্য ডেস্কটপ পিসিও ব্যবহার করতে পারবেন। এর জন্য বাড়তি একটি ইউএসবি 'ওয়াই-ফাই অ্যাডাপটর' লাগবে এতে (যা ল্যাপটপে বিল্টইন থাকে)। ব্র্যান্ডের উপর ভিত্তি করে এর দাম ৫০০ টাকা থেকে ২০০০ টাকা বা এর চেয়ে বেশিও হতে পারে।
উল্লেখ্য,কানেক্টিফাই  ছাড়া অন্য সফটওয়্যারগুলোও একইভাবে কাজ করে।

No comments:

Post a Comment