Friday, December 25, 2015

মাইক্রোসফ্ট এক্সেল শর্টকাট কি

আজকে আপনাদের দিব অনকে গুলো মাইক্রোসফ্ট এক্সেল শর্টকাট কি যা আপনাদের মাউস ছাড়া বা তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে।

F1: Opens a help task pane
F1 + Ctrl: Opens or closes the help window
F2: To edit the text in the active cell
F2 + Shift: To write a comment in the active cell
F2 + Alt: Opens the save as dialog box
F3 + Shift: opens the insert dialog box
F3 + Ctrl: Opens the define name dialog box
F3 + Shift + Ctrl: Opens the create name dialog box
F4: To redo the last command

Sunday, December 20, 2015

How to get deleted data from facebook?

    How to recover Facebook deleted data

Facebbok থেকে কোন তথ্য Delete হলে , তা ফিরে পাবার উপায়ঃ

If You Need English Video Tutorial on "How To Get Deleted Data From Facebook." , So Click here

আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি , মেসেজ বা অন্যকিছু ডিলিট করে ফেলি। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারা জীবনের জন্যই হারিয়ে ফেলি।  কিন্তু না ! আমরা সারা জীবনের জন্যই হারিয়ে  ফেলি না । আমরা চাইলে Delete করা Data  ফিরে পেতে পারি । 

ফিরে পেতে যা যা করতে হবে আমাদের......

how to get deleted FB data

Friday, December 18, 2015

How to Disable Auto Video Play In Facebook!

ফেসবুকের '''অটো ভিডিও প্লে'' কিভাবে বন্ধ করবেন জেনে নিনঃ-

How to disable auto video play in facebook

বর্তমানে ফেসবুকের সবচেয়ে বিরিক্তিকর হলো, ফেসবুক ভিডিও অটো প্লে হওয়া। আপনি যতবারই কোন পেজ বা ভিডিওর কাছে যাবেন বা মাউস রাখবেন সাথে সাথেই ভিডিও প্লে হতে শুরু করবে। এভাবে একের পর এক ফেসবুক ভিডিও অটো প্লে হয়ে হয়ে যায়।

Monday, December 14, 2015

What is Function Key ? What for Use function key?

F1 থেকে F12 এর ব্যবহার:


কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে অন্যতম কি-বোর্ড। কি-বোর্ডে থাকা নানা ধরনের বোতামের রয়েছে ভিন্ন ভিন্ন কাজ। একেবারে ওপরের সারিতে যে বোতামগুলো আছে, সেগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে F1 দিয়ে। শেষ হয়েছে F12 দিয়ে। এগুলো ফাংশন কি। প্রায় প্রতিটি সফটওয়্যারে এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে। তাই জানানো হচ্ছে এখানে।
Computer Key name

Internet Configuration Setting without SMS/মোবাইলে এসএমএস ছাড়া ইন্টারনেট কনফিগারেশন করুন

মোবাইলে এসএমএস ছাড়া ইন্টারনেট কনফিগারেশন করুন:

আজকে Activation sms ছাড়া বিভিন্ন Operatore এ ইন্টারনেট চালু কারতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব আথার্থ নিজের হাতে বানান Accesspoint । কাজের কথায় আসি, আপনার মোবাইলের Setting থেকে More networks > Mobile networks এ যান। তারপর  Accesspoint  যান। সেখান থেকে Option ক্লিক করেন। Brand অনুসারে options ভিন্ন হতে পারে ।


How to do internet setting



আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী/ How to know receiver read your mail

আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী! 

মেইল পাঠানোর পর উত্তরের অপেক্ষা। উত্তর না পেলে দুশ্চিন্তা তো বাড়বেই। কিন্তু প্রাপক মেইল ঠিকমতো পেয়েছেন তো? নাকি পেয়েও না পাওয়ার ভান করছেন?

Gmail search



পাঠানোর পর প্রাপক সেটি পেয়েছেন কিনা কিংবা আপনার মেইলটির কী গতি হয়েছে তা জানার সহজ উপায় রয়েছে। এমন একটি পদ্ধতি হচ্ছে ‘মেইলট্র্যাক’।

Sunday, December 13, 2015

Computer কেন এবং কিভাবে Hang হয়? Why computer Hang

 কেন এবং কিভাবে Hang হয় Compute:



→ কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।
→ কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।
Pc Hang

কম্পিউটার যখন–তখন বন্ধ হলে

কম্পিউটার যখন–তখন বন্ধ হলে তা কিভাবে সমাধান করবঃ



চালু কম্পিউটার কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধ হয়ে আবার চালু (রিস্টার্ট) হয়, এমন সমস্যায় মাঝেমধ্যেই পড়তে হয়। এমনটা হলে বিচলিত হয়ে পড়েন ব্যবহারকারী। হতে পারে এটা সফটওয়্যারের কোনো সমস্যা কিংবা যন্ত্রাংশের সমস্যা।

What is OTG - and How to use OTG

Rm Morshed>>

Watch TV in Android Phone,Use keyboard, hard-drive, Mouse By OTG cable in Smart Phone:- 



  
OTG Cable
How to Use OTG

 বর্তমানে অনেক এন্ড্রয়েড ডিভাইসে OTG সাপোর্ট করে, তবে অনেক ব্যবহারকারী জানেন না আসলে কি কাজ হবে এই OTG দিয়ে! আজ আমরা জানবো এন্ড্রয়েড ফোনে OTG এর কাজ কি!