Monday, September 4, 2017

ল্যাপটপ এর পাসওয়ার্ড ভুলে গেছি। এখন কি করবো? কিভাবে ল্যাপটপ unlock করা যাবে?


১- প্রথমে windows 7 এর Setup DVD/CD টি আপনার কম্পিউটারে প্রবেশ করান এবং কম্পিউটার রিস্টার্ট করুন । রিস্টার্ট করার সময় যেকোনো কী চেপে DVD/CD টি Boot করুন
২- উইন্ডোজের ফাইল লোডিং সম্পন্ন হলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন।
৩- এরপর Shift+F10 প্রেস করুন। কমান্ড প্রমট ওপেন হবে।

৪- Command Prompt ওপেন হলে নিচের লাইন টি লিখে Enter চাপুন ।
copy c:\windows\system32\sethc.exe c:\
(Image 1 এ যেভাবে দেখান হয়েছে)
(এখানে C হচ্ছে আপনার যে ড্রাইভে উইন্ডোজ সেটআপ করা আছে। আপনার অন্য ড্রাইভে সেটআপ করা থাকলে সেই ড্রাইভ লিখবেন)
৫- Enter চাপার পর 1 File(s) Copied এরকম মেসেজ আসবে । তখন আবার নিচের লাইন টি লিখে enter চাপুন ।
copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe
(Image 2 যেভাবে দেখান হয়েছে)
৬- enter চাপার পর অনুমতি চাইবে তখন আপনি yes লিখে enter চাপুন । এরপর কমান্ড ক্লোজ করে পিসি রিস্টার্ট করুন।
৭- এরপর নরমালি পিসি রিস্টার্ট করুন (ডিভিডি থেকে বুট করবেন না)। পাসওয়ার্ড লগিন স্ক্রিন আসলে একসাথে ৫ বার Shift বাটন চাপুন। এতে আপনার কমান্ড প্রমট অপশন চালু হবে।
৮- এবার Command Prompt এ লিখুন net user Username NewPassword
(এখানে Username হল আপনার বর্তমান ইউজার নেম তাই Username এর স্থানে আপনার ইউজার নেম সঠিকভাবে লিখবেন এবং NewPassword হল আপনি নতুন যে পাসওয়ার্ড টি ব্যাবহার করতে চান। তাই Newpassword এর স্থানে আপনার নতুন পাসওয়ার্ড টি লিখবেন ।) (Image 3)
৯- এবার কমান্ড প্রমট ক্লোজ করে দিন আর নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
Rm Morshed

2 comments: